Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কী সেবা কী ভাবে পাবেন
বিস্তারিত

                                  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়

উপজেলা পরিসংখ্যান অফিস

পবা, রাজশাহী।

bbs.paba.rajshahi.gov.bd

সিটিজেন চার্টার (Citizen Charter)

ভিশন ও মিশন

ভিশন: সার্বজনীন ও ব্যবহার বান্ধব পদ্ধতিতে প্রাসঙ্গিক ও সময়োপযোগী উপাত্ত সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক মানের জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ।

মিশন: (১) বিবিএস- এর দিক নির্দেশনা ও নেতৃত্বে একটি সুসংহত, পেশাদারী, দক্ষ ও কাযকরী পরিসংখ্যান পদ্ধতি ‍প্রতিষ্ঠা করা।

         (২)জাতীয় ও আন্তর্জাতিক পযায়ে তথ্য উপাত্ত ব্যবহারকারীদের চলমান ও ক্রমরর্ধমান চাহিদা মেটাতে স্বচ্ছ ও সময়োপযোগী           প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান ও সর্বোত্তম পরিসংখ্যান চর্চার পদ্ধতি অনুনরণপূর্বক সরকারি পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করা।

               

ক) নাগরিক সেবা

ক্রমিক নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল ঠিকানা।

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তি স্থান

সেবা মূল্য এরং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে  পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০১








শুমারি সমূহ

জনসংখ্যা সনদপত্র













পরিসংখ্যান কর্মকর্তা

পবা, রাজশাহী।

Email: sopaba2019@gmail.com






আবেদন পত্র প্রাপ্তির পর রেকর্ডভূক্ত করে আবেদনকারী-কে রেকর্ডভূত্বের ইস্যু নম্বর প্রদান করা হয়।অতঃপর আবেদনপত্র পরিসংখ্যান কর্মকর্তার নিকট পেশ করা হ্য়। নির্দেশিত হয়ে অফিস সহকারী যাচাই বাছাই করে নির্দণ্ট ফরমেটে তথ্য উপসর্থাপন করার পর পরিসংখ্যান কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।













১) তথ্য অধিকার আইন-২০০৯ ও তথ্য আধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা, ২০০৯ অনুযায়ী তথ্য প্রাপ্তির নির্দিষ্ট আবেদনফরম পূরণ করতে হয় এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র দাখিল করতে হয়।

২) তথ্য প্রাপ্তির আবেদন ফরম তথ্য কমিশনের ওয়েব সাইট (www.infocom.gov.bd) হতে সংগ্রহ করা যায়।

৩) পরিসংখ্যান আইন- ২০১৩















বিনা মূল্যে (তবে সিডি/ডিস্কে সরবরাহের ক্ষেত্রে ডিস্ক/সিডির মূল্য পরিশোধ করতে হবে)।

















০১-০৩ কর্মদিবস।

















উপ-পরিচালক, জেলা পরিসংখ্যান কযালয়, রাজশাহী। ফোনঃ 02588801344  ইমেইল: dd.bbs.rajshahi@gmail.com

০২

জনশুমারির তথ্য

০৩

কৃষি শুমারির তথ্য

০৪

অর্থনৈতিক শুমরির তথ্য

০৫

খানা তথ্য ভান্ডার শুমারির তথ্য

০৬

বস্তি শুমারির তথ্য

০৭

তাঁত শুমারির তথ্য

০৮

খানার আয় ব্যয় জরিপ সংক্রান্ত তথ্য

০৯

SVRS (Sample Vital Registration System) In Digital Platform  প্রকল্পের মাধ্যমে ভাইটাল স্ট্যাটিসটিকস বিষয়ক তথ্য

১০









জরিপ সমূহ

শ্রমশক্তি ও শিশু শ্রম জরিপ সংক্রান্ত তথ্য

১১

মোট দেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হার সহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক যথা-সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয়ের তথ্য

১২

শিশু পুষ্টি এবং শিশুদের অবস্থা জরিপ সম্পর্কিত তথ্য

১৩

দারিদ্র পরিসংখ্যান 

১৪

নারীদের অবস্থান সম্পর্কিত জরিপ তথ্য

১৫

ডিস্টিকটস স্ট্যাটিসটিকস

১৬

প্রবাস আয় ও বিনিয়োগ চরিপ তথ্য

১৭

ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও আদিবাসীদের তথ্য

১৮

মূল্য মজুরী সংক্রান্ত তথ্য

১৯

মাসিক কৃষি মজুরীর হার


  • স্বল্পতম সময়ের মধ্যে মানসম্মত ও সঠিক উপাত্ত পরিবেশন;
  • তথ্য/ উপাত্ত  প্রক্রিয়া ও পরিঞ্গাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার;
  • বিশ্বয়ানের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে চাহিদা মাফিক উপাত্ত সরবরাহ;
  • পরিসংখ্যান বিষয়ক কাযক্রম সময়োপযোগী ও ত্বরান্বিতকরণ;
  • প্রাথমিক তথ্য প্রদানকারীর তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা;
  • তথ্য প্রদানকারী ও উপাত্ত ব্যবহারকারীদের নিকট থেকে সহযোগীতামূলক মনোভাব;
  • তথ্য সংগ্রহকারীগণকে স্বণ্পতম সময়ের মধ্যে তথ্য/উপাত্ত প্রদান।
  • পরিসংখ্যান মান বৃদ্ধিকল্পে পাঠক/ব্যবহারকারীগণের নিকট থেকে গঠনমূলক পরামর্শ।


ওয়েবসাইট (website)


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র ১০০ মেগাবাইট ক্যাপাসিটির একটি সমৃদ্ধ ও নিয়মিত হালনাগাদকৃত ওয়েবসাইট রয়েছে।

এতে ব্যুরো’র সর্বশেষ প্রকাশনা সমূহের  Key Indicators  সন্নিবোশত রয়েছে্।

ব্যবহারকারীগণ বিনামূল্যে এই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।


ওযেবসাইটের ঠিকানাঃ                             

www.bbs.gov.bd

 

উপজেলা পরিসংখ্যান অফিস

পবা, রাজশাহী।

মোবাইল নম্বরঃ ০১৫৫০-০৪১৬৭৭

ফোন নম্বরঃ ০২৫৮৮৮০০৩৪৬

 









ডাউনলোড